Profile picture for user roverscoutrabbi2@gmail.com_1
Bangladesh

চট্টগ্রাম জেলা রোভার এর সভাপতি, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

১৯সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা রোভারের সভাপতি, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে করোনা আক্রান্ত জেলা রোভারের সম্মানিত সভাপতি ও চট্টগ্রামের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন ও তাঁর সহধর্মিণীর জন্য বিশেষ দোয়া মাহফিল ও খতমে কোরআন আজ বিকাল পাঁচটায় জমিয়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জেলা রোভারের সম্পাদক এ,জেড,এম,বোরহান উদ্দিন এ,এল,টির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন খাঁন এল,টি, সহ-সভাপতি অধ্যক্ষ মেজর মোঃ রফিক উদ্দিন,সহকারী কমিশনার অধ্যক্ষ জসিম উদ্দিন খাঁন, এল,টি,প্রতিনধি আফজর রহমান এল,টি, এছাড়া জেলা রোভারের ডি,আর,এস,এল, মোঃ এনাম, সহযোজিত সদস্য জামাল উদ্দীন হায়দার, সহকারী কমিশনার আবদুল হান্নান শিকদার,সহকারি কমিশনার মোঃ নোমানসহ বিভিন্ন ইউনিটের আর,এস,এল,ও রোভার বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ জেলা প্রশাসক ও তাঁর পরিবারের দ্রুত আরোগ্যে কামনা করেন। শেষে তাঁদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Number of participants
40
Service hours
80
Topics
Good Governance
Legacy BWF
Personal safety
Youth Engagement
Youth Programme

Share via

Share