Broadcast Journalists Center
নিজেদের সম্পদ-সামর্থ্য এক করে; বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকদের কল্যান পেশাগত দক্ষতা -জ্ঞান বৃদ্ধি এবং অার্থিক ঝুকি মোকাবেলায় সংস্থা কাজ করবে Broadcast Journalist Center। BJC এর উদ্দোগে আয়োজন করা হয় সম্প্রচার সম্মেলন-২০২০। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সাংবাদিক ও রিপোর্টার বৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ স্কাউটস এর ২০জন রোভার সদস্য সেবা প্রাদান করেন।