ভর্তি কার্যক্রমে সেবা দান
আলহামদুলিল্লাহ। ২০২০-২১ সেশনের ভর্তিকার্যক্রে সেবা দানের মাধ্যদিয়ে
দীর্ঘ 7 মাস পর গ্রাফিক আর্ট ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ এর কার্যক্রম শুরু হলো। আবার সেই হাতে হাতে কাজ করা, ক্লান্তি মুখ, অক্লান্ত পরিশ্রম কিন্তু দিন শেষে মৃদু হাসি মুখ যেন আবার ফিরে এলো। আবার শুরু হয়ে গেল গ্রাফিক্স আর্ট ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের পথ চলা।
কাজ করার মধ্য দিয়ে চলে গেল কিছু সুন্দর মুহূর্ত
ইনশাল্লাহ এভাবে চলতে চলতে একটা সময় শেষ স্বর্ণশিখরে পৌঁছাবে এই পরিবারটি।