" ভিটামিন 'এ' খাওয়ান,শিশু মৃত্যুর ঝুঁকি কমান "

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন 'এ' এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন এ অত্যন্ত জরুরী। ভিটামিন 'এ' শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়,ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,ডায়রিয়ার ব্যাপ্তিকাল জটিলতা কমায় ও শিশু মৃত্যুর ঝুকি কমায়।

ভিটামিন 'এ' এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় গত ১লা জুন রাজশাহী মহানগরীতে ৩৮৪ টি কেন্দ্রে প্রায় ৭৬৮ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করে। আমি ও আমার রোভার সহযোদ্ধারা রাজশাহী ভদ্রা বাস স্টান্ড(নতুন ও পুরাতন)এ বাস,কার,অটোরিকশায় থাকা উপযুক্ত বয়সের প্রায় ১৬০ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াই এবং শেষে ব্যবহৃত কাঁচি,অভাবাহত ভিটামিন এ ক্যাপসুল এবং টালি ফর্ম পৌরসভা ইপিআই স্টোরে ফেরত দিই।

ভিটামিন'এ' ক্যাম্পেইন হতে শিক্ষণীয়- ভিটামিন এ' এর প্রয়োজনীয়তা,এর অভাবজনিত রোগ ও তার প্রতিরোধ ইত্যাদি।

Number of participants
8
Service hours
4
Beneficiaries
160
Location
Bangladesh
Topics
Health lifestyles
Healthy Planet
Youth Programme
Partnerships

Share via

Share