ভিটামিন 'এ+' ক্যাম্পেইন–২০২৩
বাংলাদেশের প্রায় অধিকাংশ শিশু ভিটামিন-এ এর অভাবে চোখের সমস্যায় ভুগে,তাদের Immune system দুর্বল থাকে।ফলে তারা সহজেই নানা রোগে আক্রান্ত হয়ে যায়।তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বছরের নানা সময় বিনামূল্যে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন করে। তাই আমিও এই মহৎ কাজে অংশগ্রহণ করি।
আমার এই প্রকল্পটি বাস্তবায়ন করতে সহায়তা করেছে আমার দলের কিছু রোভার স্কাউট। তাদের সহযোগিতার মাধ্যমে একটি নিদিষ্ট দিনে বাচ্চাদের টিকাদান করে থাকি। টিকাদানে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে টিকাদান স্থানে কর্মরত মানুষরা।
ছোট ছোট বাচ্চাদের জন্য কাজ করতে পারা খুবই আনন্দের। এই প্রজেক্ট এর জন্য অনেক দরিদ্র পরিবারের শিশুরাও বিনামূল্যে ভিটামিন-এ প্লাস পায়। এতে সবার জন্য সমান স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা এরকম আরো প্রজেক্ট করবো।