
ভার্চুয়াল ঈদ রি ইউনিয়ন
স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ, ময়মনসিংহ এর আয়োজনে অনলাইন ঈদ রি-ইউনিয়ন জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। স্কাউট ও রোভার সদস্যগণ ঘরে থেকেই ইন্টারনেটের সুযোগে অনলাইন ঈদ রি-ইউনিয়ন এ অংশগ্রহণ করে।
স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ, ময়মনসিংহ এর সম্পাদক স্কাউটার এস এম এমরান সোহেল, পিআরএস এর সভাপতিত্বে এবং রোভার মেট রোভার মোঃ আবু আল সাঈদ সিফাত, পিএস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র রোভার মেট (ক দল) রোভার মোঃ সাকিব, পিএস।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, গাজীপুর জেলা রোভার এর সহকারী কমিশনার স্কাউটার আওলাদ মারুফ, গ্রুপের স্কাউট ইউনিট লিডার স্কাউটার মতিউর রহমান ফয়সাল, পিএস, রোভার স্কাউট লিডার স্কাউটার মোঃ রেজাউল করিম, পিআরএস এবং গার্ল ইন স্কাউট ইউনিট লিডার স্কাউটার ফাতেমা আক্তার সহ গ্রুপের স্কাউট ও রোভার সদস্যগণ।