বৃক্ষরোপন কর্মসূচী ২০২০।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও জাতীয় উপকমিশনার (এক্সটেনশন) জনাব শাহীন রাজু দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ প্রাঙ্গণে বৃক্ষ বিতরন ও বৃক্ষ রোপন করেন। এতে উপস্থিত ছিলেন দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের কাব লিডার ও চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার যুগ্ম-সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের রোভার তুষার, শুভ, সাকিব, জাহিদ। বৃক্ষ সংগ্রহ ও সার্বিক সহযোগিতা করেছে জনাব আশিকুর রহমান, মেজবাউল আলম ও জাহিদ রোভার, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ আপনাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
Number of participants
8
Service hours
16
Topics
Youth Programme
Personal safety
Good Governance
Communications and Scouting Profile
Partnerships
Growth
Legacy BWF

Share via

Share