বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় এসব অঞ্চলের হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। তাই বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা 'তারুণ্য' পরিবার। (ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’)
দীর্ঘ দুই সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে আর্ত মানুষের মুখের একটুখানি হাসি। প্রায় ৫০ জন সদস্য দিনরাত এক করে ইবি ক্যাম্পাস, কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলা শহর, শৈলকূপা উপজেলা শহর এবং ক্যাম্পাস পার্শ্বস্থ শেখপাড়া বাজার থেকে ফান্ড কালেকশন করে সুদূর কুড়িগ্রামে তাদের জন্য সামান্য এই উপহার পাঠিয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২২৮টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আমরা।