বিশ্ব স্কার্ফ দিবস কার্যক্রম ২০১৯
বরিশালের ঐতিহ্যবাহী কীর্তনখোলা মুক্ত রোভার স্কাউট গ্রুপের আয়োজনে দিনব্যাপী স্কার্ফ দিবসের ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আব্দুর রবি সেরনিয়াবাত কলেজে ও শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ে হেল্থ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। বিকেলে ৪টায় উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিশুদের নিয়ে স্কার্ফ ডে এর তাৎপর্য তুলে ধরে সকলকে স্কার্ফ পরিয়ে গ্রুপ ফটোসেশান করা হয় এরপর কীর্তনখোলার ডেনে স্কার্ফ প্রদর্শনী, ফলজ গাছের চারা রোপণ,বিশেষ ক্রু মিটিং ও সব শেষে মশক নিধন ঔষধ প্রয়োগ করে এলাকার বিশেষ রাস্তা ও ঘন বসতি এলাকা প্রদক্ষিণ করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা রোভারের কমিশনার ও দলের সম্পাদক এসএম তাইজুল ইসলাম (এল.টি) আরএসএল রুবিনা আক্তার, এসআরএম ও দলের রোভারবৃন্দ ।