বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০১৮

বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০১৮

বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউটদের আনন্দ ভ্রমণে নরসিংদী জেলার, জেলা প্রশাসক জনাব সৈয়দা ফারহানা কাউনাইন এর যোগদান। বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০১৮ উপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটস এর এক্সটেনশন স্কাউটিং বিভাগের ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউটদের মানসিক বিকাশের জন্যে নরসিদী জেলার “ড্রীম হলিডে পার্কে ” ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে একটি আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতর থেকে আনন্দ ভ্রমণটির শুভ উদ্বোধন করেন জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) কাজী নাজমূল হক এবং বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক জনাব আরশাদুল মুকাদ্দিস। সারাদিন ব্যাপী এ আনন্দ ভ্রমণে বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউট,স্কাউট লিডার,অভিভাবক,সেহায়তাকারী রোভার স্কাউট ও স্কাউট কর্মকর্তাসহ মোট ১৪৪ জন অংশগ্রহণ করেন। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন স্কাউটরা সারাদিনব্যাপী স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করে। তাদের সাথে আনন্দ উপভোগ করতে নরসিংদী জেলা স্কাউট এর সভাপতি ও জেলা প্রশাসক জনাব সৈয়দা ফারহানা কাউনাইনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা যোগদান করেন। আমাকে উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য দায়িত্ব দেয়ায় ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ স্কাউটস এক্সটেনশন বিভাগ ও নরসিংদী জেলা স্কাউটসকে।
Number of participants
144
Service hours
864
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Good Governance
Global Support Assessment Tool
Communications and Scouting Profile

Share via

Share