বিশ্ব পরিযায়ী পাখী দিবস-২০২০

বিশ্ব পরিযায়ী পাখী দিবস-২০২০

"""#পাখীর_মাধ্যমে_যুক্ত_সামগ্র_বিশ্ব"" #পরিযায়ী_পাখি_আমাদের_মেহমান_ #এদের_সংরক্ষণে_সহযোগীতা_করুন আজ বিশ্ব পরিযায়ী পাখী দিবস-২০২০ এই উপলক্ষে চায়নাবাঁধ-৩,স্কাউট গার্ডেনে বেলা ৪:৩০মিনিটে বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,রাজশাহী-এর উদ্দ্যোগে মানববন্ধন,পথসভা ও লিফলেট বিতরনের আয়োজন করা হয় । যমুনা টিভির Gm Rubel ভাই স্বউদ্দ্যোগে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন ★ Bachelor Munir ★Masud Parvez(71tv), ★ Akm Rafiqul Islamকর্মকর্তা(পা.উ.বো) ★মোঃরিপন মিঞা,দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা(বঙ্গবন্ধু ইকোপার্ক), ★ঋষিকেশ চন্দ্র রায়(ভারপ্রাপ্তSFNPC), ★মোঃ মামুনুর রশীদ খান ( বন কর্মকর্তা), ★রেসকিউ ফর সিরাজগঞ্জের সহ সভাপতি আসলাম, ★ MD Jalal Uddin Akanda(সিরাজগঞ্জ ডিস্ট্রিক এ্যাম্বাসিডর নিজের বলার মত একটি গল্প ) ★আশরাফুল ইসলাম জয়(জাগো টিভি) ★Abul Hossain Green ★Mahbub Polash(বিরল প্রজাতীর বৃক্ষ সংরক্ষক),এবং ★ GM Rubelস্টাফ রিপোর্টার (যমুনা টিভি)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়া পার্সন টিম দুরন্ত, রেসকিউ ফর সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ রাইডার্স, টিম নিজের বলার মত একটি গল্প এবং সিরাজগঞ্জ বন্য প্রানী ও পরিবেশ সংরক্ষন টিমের সেচ্ছাসেবক সহ প্রমুখ । সভায় পরিযায়ী পাখি সংরক্ষন ও তাদের আবাসস্থল সংরক্ষনের জোর দাবি করা হয় এবং সবশেষে বিরল প্রজাতির বৃক্ষ সংরক্ষক মাহবুব পলাশ ভাইয়ের আনা দুর্লভ প্রজাতির বাঁশ ও সিভিট গাছ রোপন করা হয়।এই সিভিট গাছের ফলটি পরিযায়ী পাখীদের কাছে খুব সুস্বাদু ও পছন্দের খাবার হিসেবে পরিচিত।
Number of participants
280
Service hours
2240
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Good Governance
Communications and Scouting Profile
Growth
Partnerships

Share via

Share