বিনা মূল্যে মাস্ক বিতরণ
করোনা কালীন সময়েও থেমে নেই কাজ।
আলহামদুলিল্লাহ,করোনা কালিন সময়েও নিজ গতিতে এগিয়ে চলছে গ্রাফিক আর্টস ইন্সটিটিউট স্কাউট গ্রুপ পরিবারের কার্যক্রম। এই করোনা মহামারিতে বাড়ির বাইরে চলাফেরা করার জন্য
মাস্ক পড়া নিরাপদ উপায়।
বর্তমানে করোনা কালীন সময়ে মাস্ক পড়া খুবই গুরুত্বপূর্ণ। করোনার ঝুঁকি কমাতে এবং অসহায় মানুষদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরন করে গ্রাফিক আর্টস ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ।
এই কার্যক্রমে সাথে ছিলেন
গ্রাফিক আর্টস ইন্সটিটিউট গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের আর. এস. এল জানাবা শাহীন আক্তার ম্যাম
"সঠিক নিয়মে মাস্ক পড়ুন, নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন "
##গ্রাফিক_আর্টস_ইন্সটিটিউট_রোভার_স্কাউট_গ্রুপ
#গ্রাফিক_আর্টস_ইন্সটিটিউট_রোভার_স্কাউট_গ্রুপ
#Graphic_Arts_Institute_Rover_Scout_Group
#GAIRSG
#gairsg
#বাংলাদেশ_স্কাউটস
#Bangladesh_Scouts