বেসিক কোর্স
বাংলাদেশ স্কাউটস, প্রশিক্ষণ বিভাগের অর্থায়নে ফেনী পি.টি.আই. তে ১৬-০৯-১৮ ইং থেকে ২০-০৯-১৮ইং পর্যন্ত একই সাথে ২২২তম, ২২৩তম, ২২৪তম, ২২৫তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয়।
উক্ত কোর্সে প্রশিক্ষকের সংখ্যা ছিলো ৩১ জন, প্রশিক্ষণার্থীদের সংখ্যা ছিলো ১৮২ জন এবং সেবা প্রদানকারী রোভারের সংখ্যা ছিলো ০৮ জন।
কোর্সে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো ২২০ জন।
উক্ত কোর্সে সেবাদানকারী সকল রোভারবৃন্দ ছিলো ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর রোভারবৃন্দ।