বেসিক এমেচার রেডিও সার্ভিস এক্সাম প্রিপারেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের আয়োজনে "বেসিক এমেচার রেডিও সার্ভিস এক্সাম প্রিপারেশন প্রোগ্রাম" ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম প্রধান অতিথি, ও মানিকগঞ্জ জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. নুরুল আমিন প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা শিকদার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন ইকবাল সিদ্দিকী কলেজের ইউনিট লিডার মোঃ শফিকুল ইসলাম (তুষার)। সঞ্চালনা করেন জেলা রোভারের যুগ্ম সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন। প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন জেলা রোভারের সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন (এএলটি), জেলা রোভার লিডার আব্দুস সালাম সহ জেলার বিভিন্ন কলেজের আর,এস,এল বৃন্দ, জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি, সর্বস্তরের রোভার ও গার্ল-ইন-রোভার বৃন্দ।
প্রোগ্রামে ঢাকা থেকে আগত প্রশিক্ষকবৃন্দ এমেচার রেডিও পরীক্ষায় অংশগ্রহণ ও লাইসেন্স প্রাপ্তির বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন। উক্ত এমেচার রেডিও সার্ভিস প্রিপারেশন প্রোগ্রাম এ প্রায় ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।