বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা ১০ম বার্ষিক ( ত্রৈ-বার্ষিক) সাধারণ সভা
বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা ১০ম বার্ষিক ( ত্রৈ-বার্ষিক) সাধারণ সভা অনুষ্ঠিত:
বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে ২৯ ফেব্রুয়ারি ২০২০ খ্রি. ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় ১০ম বার্ষিক ( ত্রৈ-বার্ষিক) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কাউন্সিল সভার সভাপতিত্বে করেন জনাব ড. ফারুক আহাম্মদ, জেলা প্রশাসক সিরাজগঞ্জ ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা।
অনুষ্ঠান শুরুতে প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা কমিশনার ড. জান্নাত আরা হেনরী। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক (সিরাজগঞ্জ ও পাবনা) মোঃ রাজীব আহম্মেদ. বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জনাব মোঃ ফিরোজ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), জনাব মোঃ আবু তাহের মিয়া ( এল. টি),
ত্রৈ বার্ষিক) সাধারণ সভার দ্বিতীয় পর্বে আলোচ্য সূচি অনুযায়ী সভার কার্যক্রম শুরু হয়। বিগত ৩ বৎসরের জেলা স্কাউটসের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পাঠ করেন সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সন্মানিত সম্পাদক সরকার ছানোয়ার হোসেন ( এল. টি) অত্বপর পরবর্তী ৩ বৎসরের জন্য নির্বাহী কমিটি গঠন কল্পে নির্বাচনের আহব্বান জানানো হয়। কোন প্রতিধন্ধিতা না থাতায় নিম্নোবর্ণীত পদগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে পদ গুলি পূরণ করা হয়।
সহ -সভাপতি পদে ৫ জন মনোনিত করা হয়। কমিশনার পদে সকলের সম্মতিক্রমে পুনরায় ড. জান্নাত আরা হেনরী, সম্পাদক পদে সকলের সম্মতিক্রমে সরকার ছানোয়ার হোসেন ( এল. টি) কে পুনরায় সম্পাদক হিসেবে মনোনিত করা হয়। যুগ্ন সম্পাদক পদে মোঃ সাহেদুর রহমান কে ও কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আব্দুল মজিদ কে সহ মোট ৩জন কে অডিটর মনোনিত করা হয়। উক্ত সিরাজগঞ্জ জেলা স্কাউটস. ১০ম বার্ষিক সাধারণ সভায় সকল উপজেলা স্কাউটসের কমিশনার -সম্পাদক, উপজেলা কাব লিডার, স্কাউট লিডার মহাদয়গণ কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন। এবং নবনির্বাচিত কমিশনার ড. জান্নাত আরা হেনরী ও নবনির্বাচিত সম্পাদক সরকার ছানোয়ার হোসেন ( এল. টি) সকল কাউন্সিলর ও সদস্যদের কে ধন্যবাদ জানান। আর কোন আলোচনা না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব মোঃ ফিরোজ মাহমুদ সভার সমাপ্ত ঘোষণা করেন।