
বাক (BACH) স্যানিটেশন প্রকল্প ২০০০
গত ০৯/০৬/২০০০ তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের পরিচালনায় বগুড়া সদর উপজেলার চাঁদপুর গ্রামে স্যানিটেশন প্রকল্পের ওয়ার্কক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্ক ক্যাম্পে ১০০টি পরিবারের মধ্যে স্যানিটেশন সামগ্রী যথা ০১রিং ও ০১ সিলাব এবং ০১টি বনজ, ০১টি ফলজ ও ০১টি ঔষধী গাছ প্রাদন করা হয়। এবং উক্ত সামগ্রী গুলি আমার যথাযথ স্থানে স্থাপন করায় সাহায্য করে ছিলাম। উক্ত ওয়ার্কক্যাম্প এ প্রশিক্ষনাথী হিসাবে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ স্কাউটস সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।`