APR Media Team visited in Lalmonirhat project by Crystal Open Scouts
Profile picture for user MD. FAZLE RABBY_1
Bangladesh

APR Media Team visited in Lalmonirhat project by Crystal Open Scouts

সাধারণ নিয়মে মা বাবা সন্তানদের শিক্ষা দেয়। জীবনে প্রথম শুনলাম সন্তানদের কাছ থেকে মা বাবা অনেক কিছু শিখেছে। স্কাউটিং এর মাধ্যমে টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা ঢাকার ক্রিস্টাল ওপেন স্কাউটস এর লালমনিরহাট জেলার ধরলা নদীর পাড়ে "স্কাউটের চরে" হতদরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের প্রকল্প, গতবছর বিশ্ব স্কাউট সংস্থার প্রথম "ডাইভার্সিটি ও ইনক্লুশান অব স্কাউটিং" বিষয়ে আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হওয়ার পর গত ৬-১০ আগস্ট ২০১৯ এপিআর মিডিয়া টীমের দুইজন সদস্য অকুস্থলে থেকে কাজের ব্যাপ্তি ও গুরুত্ব বিশ্ববাসীকে দেখানোর জন্য ভিডিওতে সাক্ষাৎকার ধারনের সময়ে চরবাসীর মুখ থেকে কথাগুলো উচ্চারিত হয়েছে। বুঝলাম বাবা মা অশিক্ষিত হলে আর সন্তান শিক্ষিত হলে বাবা মা সন্তানের কাছ থেকে শিখতেই পারে। চরবাসীর এই সরল স্বীকারোক্তি আমাদের জন্য এক নতুন শিক্ষা হয়ে থাকবে। শিক্ষা সুবিধা বঞ্চিত দূর্গম চরে আমাদের করা স্কুল এভাবেই সমাজের গভীরে শিরায় শিরায় পরিবর্তন নিয়ে এসেছে। জীবনের জন্য শিক্ষায় আমরা এবারও সকলকে দাঁত মাজার নিয়ম ও সময় জানিয়ে তাদের টুথ পাউডার ও ব্রাশ দিয়েছি। হাত ধোয়ার উপকারীতা বিশেষ করে পায়খানা থেকে এসে এবং খাবারের আগে হাত ধোয়ার উপকারীতার কথা ও নিয়ম জানিয়ে আবারও সকলকে সাবান দিয়েছি। কিশোরীদের মাসের বিশেষ সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝিয়ে তার প্রতিকারে প্যাড সরবরাহ করা হয়েছে। এ ছাড়াও থার্মোমিটার পড়তে জানা, ফার্স্ট এইড, ও আর এস বানানো, ব্লাড প্রেশার মাপতে পারা, বিজ্ঞান চর্চা, ইত্যাদি নানা বিষয়ে তাদের শেখানো হচ্ছে। সংগত কারনেই শিক্ষা না পাওয়া বাবা মা শিক্ষিত হতে শুরু করা সন্তানদের কাছ থেকে শিখবে এটাইতো স্বাভাবিক । স্কুলে দুটি কাব দল গঠন হয়েছে। স্কাউটিং এর মাধ্যমে শেখা "জীবনের জন্য শিক্ষা" অভিভাবকগন ভবিষ্যতে আরো বেশী শিখতে পারবেন তাদের সন্তানদের কাছ থেকে। স্কাউটিং এর মাধ্যমে টেকসই উন্নয়ন ঘটুক জীবনে অনেক কিছু না পাওয়া এই চরের মানুষদের। এদের দোয়াতেই বেঁচে থাকবে, বাড় বাড়ন্ত হবে সারা বিশ্বে স্কাউটিং। #SDGsbyCrystal #Scout4SDGs
Started Ended
Number of participants
150
Service hours
1500
Topics
Youth Programme
Youth Engagement
Communications and Scouting Profile

Share via

Share