আনন্দ অন্বেষণ
Profile picture for user Sufian Siddiqui_1
Bangladesh

আনন্দ অন্বেষণ

সমতট মুক্ত স্কাউট গ্রুপ এবং অধিকার প্রকল্প, ঢাকা আহছানিয়া মিশন এর যৌথ উদ্যোগে গত ১০ই মে, ২০২১ ঢাকার কমলাপুরে রেলওয়ে স্কাউটস আঞ্চলিক ট্রেনিং সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সমতট মুক্ত স্কাউট গ্রুপ “এবং পঞ্চাশ…” শিরোনামে বছর ব্যাপী নানাবিধ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতর-কে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে; তারাও যেন পবিত্র ঈদ এর দিন অন্য শিশুদের মত হাসতে পারে এই চেতনাকে প্রাধান্য দিয়ে “আনন্দ অন্বেষণ” নামক কর্মসূচী গ্রহন করে। এতে প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ইদের নতুন জামা এবং ত্রান সামগ্রি বিতরন করা হয়। ইদ উপহার বিতরন কালে সমতট মুক্ত স্কাউট গ্রুপ এর কোষাধ্যক্ষ জনাব রাশেদ বিন মান্নান অপু এবং অধিকার প্রকল্প, ঢাকা আহছানিয়া মিশন এর কেন্দ্র ব্যবস্থাপক জনাব তাহেরা ইয়াসমিন এবং জনাব সৈয়দ মিজানুর রহমান সহ সমতট মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
Number of participants
101
Service hours
606
Topics
Youth Programme
Youth Engagement

Share via

Share