অনলাইন কনটেন্ট তৈরী ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
আলোর সংবাদ বার্তা কক্ষ : ২৫ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার বেলা ৩.৩০ মি. বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের আয়োজনে অনলাইন কনটেন্ট তৈরি ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ এর উদ্বোধন করেন, বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার ( অনুসন্ধান) ড. মোঃ মোজ্জাম্মেল হক খান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: মফিজুল ইসলাম, সভাপতি, জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিষয়ক জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস ও চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিয়োগিতা কমিশন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার, জাতীয় কমিশনার ( জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং) বাংলাদেশ স্কাউটস।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জনাব সাফায়াতুল ইসলাম খান, জাতীয় উপ কমিশনার ( জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং) বাংলাদেশ স্কাউটস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব সালাহউদ দীন আহমেদ, জাতীয় উপ কমিশনার ( জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং) বাংলাদেশ স্কাউটস । ওয়ার্কশপে মোট ৭০ জন অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণ করেন। দুই দিন ব্যাপী এই ওয়ার্কশপ ২৬ সেপ্টেম্বর সমাপ্ত হবে।
প্লিজ শেয়ার করুণ..