অনলাইন কনটেন্ট তৈরী ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

অনলাইন কনটেন্ট তৈরী ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আলোর সংবাদ বার্তা কক্ষ : ২৫ সেপ্টেম্বর, ২০২০ শুক্রবার বেলা ৩.৩০ মি. বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের আয়োজনে অনলাইন কনটেন্ট তৈরি ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ এর উদ্বোধন করেন, বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার ( অনুসন্ধান) ড. মোঃ মোজ্জাম্মেল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: মফিজুল ইসলাম, সভাপতি, জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিষয়ক জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস ও চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিয়োগিতা কমিশন।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার, জাতীয় কমিশনার ( জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং) বাংলাদেশ স্কাউটস। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জনাব সাফায়াতুল ইসলাম খান, জাতীয় উপ কমিশনার ( জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং) বাংলাদেশ স্কাউটস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব সালাহউদ দীন আহমেদ, জাতীয় উপ কমিশনার ( জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং) বাংলাদেশ স্কাউটস । ওয়ার্কশপে মোট ৭০ জন অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণ করেন। দুই দিন ব্যাপী এই ওয়ার্কশপ ২৬ সেপ্টেম্বর সমাপ্ত হবে। প্লিজ শেয়ার করুণ..
Number of participants
11
Service hours
330
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Communications and Scouting Profile
Growth

Share via

Share