অনলাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প-২০২০.
গত ০২-০৪ই জুলাই-২০২০ তারিখে জেলা নৌ স্কাউটস মংলা কর্তৃক ভার্চুয়ালি Online awareness camp-2020 আয়োজিত হয়।
উক্ত ক্যাম্পে প্রায় ২শতাধিক কাব,স্কাউট,রোভার ও লিডারবৃন্দ অংশগ্রহণ করে।
উক্ত ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন তখনকার নৌ আঞ্চলিক সচিব ক্যাপ্টেন জি কিউ খান।