Profile picture for user rover scouts
Bangladesh

আগুন নেভানোর কাজে স্কাউটস

গোপালগঞ্জ জেলা কোটালিপাড়া থানায় ঘাগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫ টির বেশি দোকান পুড়ে গেছে। জীবিকা হারিয়েছেন বহু মানুষ। ফায়ার সার্ভিসসহ অনেক বাহিনী আগুন নেভাতে আসে। বাংলাদেশ স্কাউটের গর্বিত সদস্য হিসেবে, আমরা তাদের আগুন নেভাতে সাহায্য করার জন্য কাজ করে যাচ্ছি। দোকানদারদের স্বপ্ন ও জীবিকা বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাসহ অনেক বাহিনী ও স্বেচ্ছাসেবী সংস্থা আগুন নেভাতে সহায়তা করেছে। আমরা স্কাউটরা তাদের সেরাটা দিয়েছি। অবশেষে আমরা আগুন নেভাতে পেরেছি। ঢাকার বঙ্গবাজারে এটি বাস্তবায়িত হয়।
এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে, আমরা শিখেছি যে তাদের সমর্থন হারিয়েছে এমন অনেক লোক কী ধরনের মানসিক ব্যাধিতে আক্রান্ত। অতএব, আমরা তাদের মনোবল বাড়াতে এবং তাদের আর্থিকভাবে সহায়তা করার এবং প্রকল্পটি আরও বিকাশ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।
Number of participants
29
Service hours
5
Beneficiaries
580
Location
Bangladesh
Topics
Civic engagement
Better Choice
Humanitarian action

Share via

Share