অগ্নিকাণ্ডে সেবা দান
রোভার স্কাউট সদা প্রস্তুত
হঠাৎই আজকে অফিসের একটি কাজে মিরপুর যাই, যাবার পথে হঠাৎ চোখে পরলো আকাশে প্রচুর ধোঁয়া।তারাতারি করে অফিসের কাজ করে ভাবলাম একবার দেখে অফিস এ যাই কি হয়েছে ওখানে, সাথে ছিল সাইকেল। যাবার পথে অনেককেই জিজ্ঞেসা করলাম কেউ বলতে পারলো নাহ, পরে কাছাকাছি আসার পর একজন বললো যে আগুন লাগছে, আমার ব্যাগ এ সব সময়ই আমার প্রয়োজনীয় সব কিছু থাকে, ব্যাগ থেকে স্কাফটি বের করে সাইকেলটি একটি বাসায় রেখে দৈর দিলাম আগুনের দিকে, গিয়ে দেখলাম সবাই ভিডিও করা নিয়ে ব্যাস্ত, যাদের ঘরে আগুন লাগছে তাঁর তাদের জিনিস পত্র বের করবে সেই রকম জায়গাও নেই। পরে সবাইকে সরিয়ে দিয়ে নেমে পরলাম তাদের সাথে তাদের জিনিস পত্র সেভ যায়গায় নিয়ে যেতে। সব কিছু সরাইতে না পারলেও দামি ও প্রয়োজনীয় জিনিস গুলো বের করে দিলাম, এবার আগুন যেন আর থামছেই না ধেয়ে আসছে পুরো এরিয়ার দিকে, এখন আর কি করার তার পরেও কেউ ভিডিও বাদ দেয় নি, কারো কলিজা ছিরে যায় আর কেউ সেটি ভিডিও করে ভাইরাল হবার জন্য কি মানবিকতা। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে গেলাম আগুন নেভাতে কিন্তু দূঃখের বিষয় যখন প্রায় ৯৫%পুরে ছাই আগুন তখন নোভানো সম্ভব হলো। অনেক কষ্ট হলো তাদের দেখে, এর আগেও একবার একই যায়গায় আগুন লাগে এইবার ও, তাদের কান্না যেন এখনও কানে বাজে।
যাক দিনশেষে আগুন নেভানো ও কিছু মানুষের কষ্টের জিনিস তাদেরকে সেভ যায়গায় দিতে পেরে অনেক ভালো লাগেছে
মিরপুর_অগ্নি_কান্ড