৯ম জাতীয় কাব ক্যাম্পুরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভারদের অংশগ্রহণ

বিগত ১৯ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ২০২০ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে অনুষ্ঠিত হয় কাব সোনামণিদের সবচেয়ে বড় ক্যাম্পুরী নবম জাতীয় কাব ক্যাম্পুরী। কাব সোনামনিদের সবচেয়ে বড় উৎসব এটি। এখানে ৬+ থেকে ১১ বছর বয়সী ছেলেময়েদের নিয়ে কাব কার্যক্রম পরিচালনা করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রশিক্ষণ নিয়ে ছোট কাবদের পরিচালনা করেন। ৯ম জাতীয় কাব ক্যাম্পুরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটদের পক্ষ থেকে অংশগ্রহণ করেন রোভার সদস্য মেহেদি হাসান (পিএস), উবাইদুল্লা রিদওয়ান (পিএস), মো: সোহাগ হোসাইন , মো: শাকিল হোসেন শাওন,নূরে আলম সিদ্দিকী, মো: ওসমান গনি শুভ, নয়ন দাস হৃদয় সহ কয়েকজন অংশগ্রহণ করে। ৯ম জাতীয় কাব ক্যাম্পুরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সফলভাবে অংশগ্রহণ করে স্বেচ্ছাসেবা প্রদান করে।
Started Ended
Number of participants
10
Service hours
700
Topics
Personal safety
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Communications and Scouting Profile
Global Support Assessment Tool
Good Governance
Growth
Partnerships

Share via

Share