৯ম জাতীয় কাব ক্যাম্পুরি ২০২০
এবারের প্রতিপাদ্য কাবিং করবো, শান্তির বার্তা আনবো সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ ই জানুয়ারি -২০২০ থেকে ৯ম জাতীয় কাব ক্যাম্পুরি শুরু হয়। বৃহত্তর কাব স্কাউটস এই মিলন মেলায় সারা দেশ থেকে আসা ৯২৯ টি প্রতিষ্ঠানের ৬৫০৩ জন কাব স্কাউট, ৯২৯ জন কাব স্কাউট লিডার, ৫৪৩ জন কর্মকর্তা, ৫১৯ জন সেচ্ছাসেবক রোভার স্কাউট ,৭৯ জন সার্পোট স্টাফ, ডাক্তার, নার্স, পুলিশ, আনসার,বাবুর্চিসহ প্রায় ৯ হাজার অংশগ্রহণকারি এই ক্যাম্পুরিতে যোগ দেন।