৯ম ভার্চুয়াল(অনলাইন) ক্রু-মিটিং -২০২০
প্রতি বারের মতো বাংলাদেশ স্কাউটস- এর নির্দেশনায় গত ০২/১০/২০২০ ইং রোজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের অনলাইন (ভার্চুয়াল) ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়।উক্ত ক্রু-মিটিং এ উপস্থিত ছিলেন রাঃ বিঃ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক স্যার মহা. নাসিম রেজা,সাবেক সম্পাদক শ্রদ্ধেয় আবুল কালাম(বাদশা) স্যার,আরএসএল মোঃ হেলাল উদ্দিন স্যার, আরএসএস নূর ইসলাম বাবু স্যার,আরএসএল সৈয়দ তৌফিক জহুরি স্যারসহ বিভিন্ন স্তরের রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দরা।উক্ত ক্রু-মিটিং এ পারস্পরিক সোহার্দ্য বিনিময়ের পাশাপাশি আরএসএল স্যাররা রোভারদের উদ্দ্যেশে দিক নির্দেশনামূলক উপদেশ দেন এবং মোঃ হেলাল স্যার রিং ব্যাজ অর্জন - বিষয়ে আমাদের মাঝে ক্লাস নেন।