Bangladesh

৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হাটি হাটি পা পা করে আমরা স্কাউট গ্রুপ ৮ম বছর পূর্ণ করে ৯ম বছরে পদার্পণ করেছে। গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক মাতৃমাতৃভাষা ইন্সটিটিউট টে এক জমকালো আয়োজনের মাধ্যমে ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় কমিশনার (দুদক), বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও আমরা স্কাউট গ্রপের সভাপতি ড. মোঃ মোজাম্মেল হক খান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগেত মাননীয় কমিশনার ও আমরা স্কাউট গ্রপের শ সভাপতি জনাব জয়নুল বারি।বিশেষ ভাবে ধন্যবাদ জানাই মালদ্বীপ এর চীফ স্কাউট কমিশনার কে যিনি আমাদের আরো অনেপ্রেরনা প্রদান করেছেন।এছাড়া বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, ঢাকা জেলা রোভার, ঢাকা মেট্রোপলিটন স্কাউটস, ঢাকা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। বিকাল ৪.০০ ঘটিকায় বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর থেকে শুরু হওয়া আনন্দ র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এরপর র‍্যালি টি আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়। চা বিরতি ও মাগরিবের নামাজের পর শুর হয় সাংস্কৃতিক সন্ধ্যা। যার শুরু হয় আমরা স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক ও জেলা প্রশাসক মানিকগঞ্জ জনাব এস এম ফেরদৌস এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। এরপর দলের সদস্য ও মানিকগঞ্জ থেকে আগত শিল্পীদের নাচে গানে মূখর হয় ওঠে অডিটোরিয়াম টি।বিশেষ আকর্ষণ ছিল আমাদের সম্পাদক মহোদয় এর গান। এর মাঝে দলের বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জণকারি ও গ্রুপ কমিটির মেম্বারদের সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। রাতের খাবারের মাধ্যমে প্রোগ্রামের শুভ সমাপ্তি ঘোষণা করেন জনাব এস এম ফেরদৌস
Number of participants
100
Service hours
1500
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Growth
Partnerships
Communications and Scouting Profile

Share via

Share