৬ষ্ঠ জাতীয় কমডেকা-২০১৮
“টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটিং” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ জাতীয় কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রবাহমান রূপসী মেঘনা নদীর তীরবর্তী চাঁদপুর জেলার হাইমচরে রূপালী ইলিশ মেলায় অভয়াশ্রম মেঘনা নদীর পূর্বপাড়ে চরভাঙ্গায় কমডেকায় প্রায় সাত হাজার স্কাউট, রোভার স্কাউট ও কর্মকর্তার উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হন সকাল ১১:০০টায়। বাংলাদেশ স্কাউটস এর সভাপতি, প্রধান জাতীয় কমিশনার ও কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী অভিবাদন মঞ্চে পৌঁছালে স্কার্ফ, ওয়াগল, কমডেকা টুপি পড়িয়ে বরণ করে নেয়া হয়। তিনি স্কাউট ও রোভার স্কাউটদের একটি সুসজ্জিত পতাকাবাহী দলের অভিবাদন গ্রহণ করেন। রঙ্গিণ বেলুন, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি কমডেকা উপলক্ষ্যে একটি স্বারক ডাক টিকিট অবমুক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটদের আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করা হয়।