৬৩তম জোটা-২৪তম জোটি এবং জোটস ২০২০
গত ১৮/১০/২০২০ইং তারিখে বাংলাদেশ স্কাউটস এর সহযোগিতায় কুষ্টিয়া জেলা রোভারের সক্রিয়তায় ৬৩তম জোটা-২৪তম জোটি এবং জোটস কুষ্টিয়া জেলায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে। সকলে সুন্দরভাবে উক্ত প্রোগ্রামটি সম্পর্ন করে।