
৬৩ তম জোটা, ২৪তম জোটি এবং জোটস ২০২০
১৮ অক্টোবর, বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা রোভার কর্তিক আয়োজিত ৬৩ তম জোটা, ২৪তম জোটি এবং জোটস ২০২০ অনুষ্ঠিত হয় কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজে, এখানে স্বাস্থ্যবিধি মেনে দূরে দূরে বসে কার্যক্রম সম্পন্ন করা হয়।