৫ম ঢাকা মেট্রোপলিটন কাব ক্যাম্পরী ।
২৪-২৮ ইং জানুয়ারি,২০১৯ এ ঢাকা মেট্রোপলিটন স্কাউট এর আয়োজনে অনুষ্ঠিত হয় ৫ম ঢাকা মেট্রোপলিটন কাব ক্যাম্পরী , আজিমপুর,ঢাকা। উক্ত ক্যাম্পেইনে ঢাকা মেট্রোপলিটন এর আওতাধীন বিভিন্ন কাব স্কাউট গ্রুপ অংশগ্রহণ করেন।৫ দিন ব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়।উক্ত ক্যাম্পটিতে সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ এর বিভিন্ন সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেন।