৪র্থ নাটোর জেলা রোভার মেট কোর্সের হাইকিং -এর কিছু মুহূর্ত
গত ৪/২/২০২১ইং ৪র্থ নাটোর জেলা মেট কোর্স- এ আমি এবং আমার উপদলের নাম ছিল নারদ নদী এবং আমরা মোট ১০ জন সদস্য হাইকিং - এ অংশগ্রহণ করি।প্রথমে আমরা মানচিত্র অনুসরণ করে কম্পাস দেখে অজানার উদ্দ্যেশে রওনা হই।মেট কোর্স কতৃপক্ষ আমাদের কোর্সে অংশগ্রহণকারী সকল রোভারদের হাইকিং- এর মাধ্যমে প্রথমে নাটোরের রাজবাড়ী এবং পরে নাটোরের উত্তরা গণভবনে নিয়ে যান।আমাদের সাথে নাটোর জেলা রোভারের কমিশনার, সম্পাদক, কোর্স প্রশিক্ষক, RSL এবং অন্যান্য রোভার নেতৃবৃন্দরাও উক্ত হাইকিং- এ উপস্থিত ছিলেন।আমরা সকলেই অত্যন্ত আনন্দের সাথে হাইকিং- এ অংশগ্রহণ করি এবং সেখানে গিয়ে সবাই মিলে অনেক ঘুরো-ঘুরি ও গান-বাজনা মেতে উঠি।