৪৪ তম কাব বেসিক কোর্স সফলভাবে সম্পন্ন
গত ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২০ বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস গৌরীপুর উপজেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল ৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ২০২০।
উপরিউক্ত ৪৪ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন স্কাউটার জনাব তারা মিয়া স্যার।
৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এর উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী জনাবা মনিকা পারভীন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার মাহফুজা পারভীন এবং ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) জনাবা ফাতেমা।
কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী ছিলেন এবং কোর্সটি সফলভাবে সম্পন্ন হয়েছিল।