৩য় সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ- ২০২১
বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভার কর্তৃক আয়োজিত মাঝবাড়ী জাহানারা বেগম কলেজ এ ৩য় সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ- ২০২১এ উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন
কমিশনার, রাজবাড়ী জেলা রোভার ও অধ্যক্ষ রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী।
বিশেষ স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন
সম্পাদক, রাজবাড়ী জেলা রোভার।
সভাপতিত্ব করেন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মাঝবাড়ী জাহানারা বেগম কলেজ, কালুখালি,
আরো উপস্থিত ছিলেন
যুগ্ন-সম্পাদক, রাজবাড়ী জেলা রোভার
সহকারী কমিশনার, রাজবাড়ী জেলা রোভারসহ অন্যান্য কলেজের আরএসএল বৃন্দ।
ওয়ার্কশপে সারাদিন ব্যাপি রোভারদের বিভিন্ন সেশন ও ব্যবহারিক কাজসহ কিমস গেম করানো হয়।