
৩৮তম (রোভার) ইন-সার্ভিস কম্পিউটার প্রশিক্ষণ ব্যাচ, নট্রামস, বগুড়া ২০০০
বাংলাদেশ স্কাউটস এর সহযোগীতায় ও নট্রামস বগুড়ার পরিচালনায়, রোভার স্কাউটদের জন্য একটি কম্পিউটার প্রশিক্ষণ কোস অনুষ্ঠিত হয় গত ২০/০৫/২০০০ তারিখ হতে ১৯/০৭/২০০০ ইং তারিখ পযর্ন্ত।
উক্ত ৩৮তম (রোভার) ইন-সার্ভিস কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে আমি একজন প্রশিক্ষনাথী হিসাবে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ স্কাউটস, এর প্রোগ্রাম বিভাগকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।
উক্ত প্রশিক্ষণ কোর্সে মোট প্রশিক্ষনাথী ছিলাম ৩৮ জন ও প্রশিক্ষক ছিলেন ১০জন।