৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষে ঢাবি রোভার স্কাউট গ্রুপের সেবাদান ২০১৯
ইংরেজি নববর্ষ পালন করেন বিশ্বের অধিকাংশ দেশ। যে দিনটিকে আমরা থার্টি ফার্স্ট নাইট নামে অভিহিত করি। ৩১ ডিসেম্বর রাত বারটা এক মিনিট শুরু হতেই সারা বিশ্বে শুরু হয় এক আনন্দের মুহূর্ত । চারিদিকে শুধু শোনা যায় আতশবাজির শব্দ।
শিশু-কিশোর-বৃদ্ধরা এক অনাবিল আনন্দ উৎসবে মতে ওঠে। আর এক শ্রেনীর অসাধু ব্যক্তিরা এই ধরনের উৎসবের দিনকে তার্গেট করে সাধারণ মানুষদের মনে আতঙ্ক ছড়ানোর জন্য, দাঙ্গা বাঁধানোর জন্য। আর তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সকল প্রকার ষড়যন্ত্র এবং অশুভ শক্তিকে রুখে দিতে সাধারণ জনগণের সেবার জন্য কাজ করেছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর।।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সর্বদা সাধারণ মানুষদের কথা ভেবেছে,তাদের জন্য কাজ করেছে,তাদেরকে সচেতন করেছে।
রোভার স্কাউটদের মটো হল সেবা।সেবার মাধ্যমে রোভার স্কাউটরা তাদের কার্যাবলির সম্প্রসারণ ঘটায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কয়েকটি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তারর ব্যবস্থা করে। ব্যারিকেড দেওয়া হয়েছিল রাস্তায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে ঢুকেছিল। বাকিরা ক্যাম্পাস এলাকায় ঢুকতে পারেনি।
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে,কার্জন হল এলাকায় মৎস্য ভবনের সামনে, নীলক্ষেত, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সফলভাবে সেবাদান কার্যক্রম পরিচালনা করে।