1st Rover ICT Skill Development Course
বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত ১মঅনলাইন আইসিটি দক্ষতা উন্নয়ন কোর্সের ৫ম ও শেষ দিনে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন জনাব আবুল কালাম আজদ (পি.আর.এস) সভাপতি, বাংলাদেশ স্কাউটস, জনাব প্রফেসর এম.এ বারী চৌধুরী, সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস, জনাব ড. আরিজুল ইসলাম খান আঞ্চলিক কমিশনার (আই.সি.টি ও কারিগরি ও মাদ্রাসা) বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, জনাব কে.এম সেলিম চৌধুরী (এল. টি) সম্পাদক বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।
জনাব ড. খান মাইনু্দ্দিন আল মাহমুদ সোহেল (এলটি) ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এবং কোর্স পরিচালক ১ম রোভার অনলাইন আইসিটি দক্ষতা উন্নয়ন কোর্স।