11th Initlaion Ceremony 2020
গত ১৬ ডিসেম্বর ২০২০ তারিখে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, রেলওয়ে অঞ্চল এ অনুষ্ঠিত হয়ে গেল একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ এর একাদশ দীক্ষা অনুষ্ঠান-২০২০।
দিনের কার্যক্রম শুরু হয় সকলের উপস্থিতির মাধ্যমে। এরপর সকালের নাস্তা গ্রহণ এর পর রোভার সহচরদের ভিজিল বা আত্মশুদ্ধি অনুষ্ঠিত হয় যা পরিচালনা করেন একাত্তর মুক্ত স্কাউট গ্রুপ এর সম্মানিত রোভার স্কাউট লিডারবৃন্দ। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আত্মশুদ্ধি সম্পন্নের পরই দীক্ষা অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ২৭ জন রোভার সহচর রোভার সহচর প্রোগ্রাম সম্পন্ন ও আত্মশুদ্ধির পর স্কাউট আন্দোলনের একজন সদস্য হিসেবে দীক্ষাপ্রাপ্ত হয়।রোভার সহচরদের দীক্ষা প্রদানের মাধ্যমে দীক্ষা অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় এবং সকলেই ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
উক্ত দীক্ষা অনুষ্ঠান চলাকালে সকল অংশগ্রহণকারীই মাস্ক পরিধান করেন এবং স্বাস্থ্যবিধি মেনে সফলভাবে অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেন।