১০ম লোকাল কো-অর্ডিেনটর কোর্স ২০২০
বাংলাদেশ স্কাউটস এর ম্যাসেঞ্জার অব পিস টিম এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ১০ম লোকাল কো-অর্ডিেনটর কোর্স ২০২০।৫-৭ নভেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ স্কাউটস এর বিশেষ অঞ্চল এর লিডার এবং রোভার স্কাউটদের নিয়ে জুম প্লাটফর্ম এ। এ কোর্সে ম্যাসেঞ্জার অব পিস এর সকল বিষয়ে বিস্তারিত ভাবে প্রশিক্ষনার্থীদের শেখানো হচ্ছে।এই কোর্সে ২০জন প্রশিক্ষনার্থী ও ৪ জন প্রশিক্ষক অংশগ্রহণ করছে।