০২-০৬ নভেম্বর প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ কাকর্যক্রম শেষ করে ব্যাজ প্রদান করেন দিনাজপুর পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের গ্রুপ লিডার জনাব মোঃ হাসান আলী স্যার।
শত কষ্ট, বাধা বিপ্ততি পেরিয়ে গত ০২-০৬ নভেম্বর প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য দিনাজপুর জির পয়েন্ট হতে বগুড়া পর্যন্ত পায়ে হেঁটে ১৫০ কি.মি পরিভ্রমণ সম্পূর্ণ করি। পরিভ্রমণ শেষে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর সম্পাদক জনাব জহুরুল হক স্যারের কাছে ১০ দিনের মধ্যে খোসরা ফিল্ডবুক, ম্যাপ ও হাইক রিপোর্ট প্রদান করি। আজ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ব্যাজ প্রদান অনুষ্ঠান-২০২০ এ
আমাদের পরিভ্রমণ ব্যাজ পরিয়ে দেন দিনাজপুর পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের এর গ্রুপ লিডার জনাব মোঃ হাসান আলী স্যার। গায়ে পরিভ্রমণ ব্যাজ পরে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে এক ধাপ আগিয়ে গেলাম বলে মনে হচ্ছে।
উক্ত পরিভ্রমণ ব্যাজ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের যুগ্ম-সম্পাদক জনাব মোঃ জাহিদ হাসান স্যার, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের DRSL জনাব মোঃ রফিকুল ইসলাম স্যার।
পরিভ্রমণ ব্যাজ পরিধানের পর নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে এবং আসার আলো বারিয়ে তুলছে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড এর দিকে। আসা করি নিজেত স্বপ্ন, হাসান স্যারের আসা ও সকলের দোয়া ও ভালোবাসায় আমার প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে স্থির রেখে তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ্।