সুইড ল্যাবরেটরি মডেল স্কুল ডে ক্যাম্প
সুইড ল্যাবরেটরি মডেল স্কুল স্কাউট ইউনিটের ২ দিন ব্যাপি বার্ষিক ক্যাম্প-২০২২ এর তাঁবুজলসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার, জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং), বাংলাদেশ স্কাউটস। উপস্থিত ছিলেন মোঃ ফরিদ উদ্দিন, সহকারী পরিচালক (এক্সটেনশন স্কাউটিং), বাংলাদেশ স্কাউটস সহ সুইড বাংলাদেশের কর্মকর্তা বৃন্দ।
এখানে প্রতিবন্ধী স্কাউটদের বিভিন্ন প্রশিক্ষন দেওয়া হয়।
Location
Topics
Communications and Scouting Profile
Youth Programme
Mental health
SDGS
Initiatives
Health and Wellbeing