
প্রাথমিক চিকিৎসা হাতে-কলমে শিক্ষা
আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ অংশের একটা বড় অংশ সঠিক সময়ে চিকিৎসা সেবা পায় না । এমনকি তাৎক্ষণিক করণীয় সম্পর্কেও তারা কিছুই জানে না। তাই আমি একজন রোভার স্কাউট হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করি এই বিষয়ে একটি সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন ।
আমার গ্রামের বাড়ির পাশে অবস্থিত স্কুল( হাজী জায়েয উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়) এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর অনুমতিক্রমে এ আমি ও আমার একজন রোভার বন্ধু আমাদের স্কাউটিং এ প্রাথমিক প্রতিবিধান বস্তু সম্পর্কে শেখানো হয় , সেটা সম্বন্ধে তাদের জানানোর জন্য সচেতনতামূলক সেশন আয়োজন করি । যার মাধ্যমে অন্তত প্রয়োজনীয় সময় তারা প্রাথমিক সেবাটা যে কোনো অসুস্থ ব্যাক্তি কে দিতে পারে। পরিবারের কাছে ও এই শিক্ষাটা পৌছে দিবে !
১) কিভাবে অসুস্থ ব্যাক্তি তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দিতে হয় ২) কিভাবে হাসপাতালে পৌঁছানোর আগে রোগীর অবস্থার অবনতি রুখতে হয়। ৩) বিভিন্ন প্রকার ত্রিকোণ ব্যান্ডেজ !
Location
Topics
Communications and Scouting Profile
Humanitarian action
Interpersonal skills
SDGS