“হাইকিং ২০২৫”

হাইকিং - ২০২৫ এটি নয়নাভিরাম উথমাছড়া–তুড়ুংছড়া–ভোলাগঞ্জে অনুষ্ঠিত হয় । এই স্থানগুলো প্রাকৃতিক সৌন্দর্য এবং হাইকিংয়ের জন্য চ্যালেঞ্জিং ভূখণ্ড হিসেবে পরিচিত, যা অংশগ্রহণকারীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা বয়ে আনে। যেখানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন স্তরের রোভার, গার্ল-ইন রোভার এবং প্রাক্তন রোভারগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন । উল্লেখ্য , হাইকিং প্রোগ্রামের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের সম্মানিত গ্রুপ সভাপতি প্রফেসর শেখ আশরাফুর রহমান মহোদয় । এছাড়াও, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক জনাব আমজাদ হোসেন এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী । প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এবারও দুঃসাহসিক ও শিক্ষামূলক এই হাইকিংয়ের মূল উদ্দেশ্য ছিল রোভার ও গার্ল-ইন রোভারদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা, শারীরিক সহনশীলতা এবং দলগত সংহতি বৃদ্ধি করা।
Number of participants
80
Youth development hours
320
Location
Topics
Youth Engagement
Inner peace and spirituality
Interpersonal skills

Share via

Share