Youth Program and Events
সুন্দর জীবনের জন্য স্কাউটিং এর আয়োজনে
বিশেষ ফেইসবুক লাইভ প্রোগ্রাম -
“ইয়ুথ প্রোগ্রাম এবং ইভেন্টস”।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন -
জনাব মোহাম্মদ আতিকুজ্জমান রিপন,
জাতীয় কমিশনার (প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস
ও
জনাব মশিউর রহমান,
জাতীয় উপ-কমিশনার (প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস।
সঞ্চালনা করবেন-
রোভার বিরাজ পাল চৌধুরী,
নারায়ণগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রুপ ও
সদস্য, আর্থ ট্রাইব টাস্কফোর্স, বাংলাদেশ স্কাউটস।
লাইভটি দেখতে চোখ রাখুন
সুন্দর জীবনের জন্য স্কাউটিং এর
অফিসিয়াল ফেইসবুক পেইজে
আগামী ০৫ অক্টোবর, ২০২০,
সোমবার, রাত ০৮: ৩০ মিনিট তে।