যানজট নিরসনে পুলিশের পাশাপাশি রোভার স্কাউট দল

ঈদুল আযহা কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, ব্রাক্ষণবাড়িয়া জেলা রোভারের আওতাধীন জেনেটিক কম্পিটার একাডেমী ওপেন রোভার স্কাউট গ্রুপের উদ্দোগে ২দিন ব্যাপি কসবা পৌরশহরে স্বাধীনতা চত্বরে পুলিশের পাশাপাশি যানজট নিরসনে কাজ করা হয়। রোডক্যাম্পের নেতৃত্ব দেন উক্ত গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃহাসান মিয়া।রোড ক্যাম্পে কাজ করেন গ্রুপের ১১জন সেবা স্তরের সিনিয়র রোভার বৃন্দ।
Started Ended
Number of participants
12
Service hours
120
Topics
Youth Programme
SDGS

Share via

Share