যানজট নিরসন ও সড়ক দূর্ঘটনায় সচেতনতায় স্কাউটস।

পথচারীদের কাঙ্ক্ষিত দুর্ঘটনা ও সঠিক সময়ে পরিবারের সাথে ইফতার গ্রহণ করার জন্য যানজট নিরসন করার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম।

পবিত্র রমজান মাসে অফিস ও স্কুল ছুটির সময় যথারীতি এগিয়ে যায়। সঠিক সময়ে ইফতার করার জন্য যথারীতি একসময় রাস্তায় প্রচুর পরিমাণ মানুষের সমাগম তৈরি হয়ে যায়। তার ফলে কি সময়ে অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি হয়। এবং সেই যানজটে অসচেতনতার জন্য নানা রকমের দুর্ঘটনা ঘটে থাকে। আমাদের স্কাউটসরা সেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করার জন্য ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে কে আরো সক্রিয় করার জন্য ট্রাফিক বিভাগের সাথে সম্পর্ক উন্নয়ন করে রাস্তার যানজট নিরসন এবং সামাজিক সচেতনতা তৈরি করার লক্ষ্যে কাজ করে।

এই কার্যক্রম থেকে আমরা ট্রাফিক রুলসগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারি। সড়ক দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করতে পারি এমনকি দুর্ঘটনা রোদের করণীয় গুলো সম্পর্কে জানতে পারি প্রচুর পরিমাণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি আমাদের কমিউনিকেশন স্কিলের উন্নয়ন করতে পারি।

Started Ended
Number of participants
1
Service hours
42
Beneficiaries
250
Location
Bangladesh
Topics
Youth Engagement
Youth Programme
Leadership

Share via

Share