যাএীদের সেবায় স্কাউট ও রোভার
কমলাপুর রেলস্টেশন বাংলাদেশের সবথেকে জনবহুল স্টেশন। এই রেলওয়ে স্টেশন সাধারণ দিনে যাত্রী পরিবহন করে প্রায় ১ লক্ষ ১৫ হাজার যাত্রী। বিভিন্ন স্পেশাল দিনে চার গুণ বৃদ্ধি পায়। রেলওয়ে কর্তৃপক্ষ মাধ্যমে বিশেষ দিন গুলো সামাল দেয়া সম্ভব হয় না। স্কাউটস যাত্রীদের কে সঠিক তথ্য প্রদান করে। ট্রেনের সঠিক স্থান চিহ্নিত করে দেয়। নারী শিশু বৃদ্ধ দের সহযোগিতা করে হুইলচেয়ার পরিবহন করে। প্রাথমিক প্রতিবিধান প্রদান করে থাকে। রেলওয়ে যাত্রা কে আরেকটু নিরাপদ এবং আরামদায়ক করার লক্ষ্যে আমাদের এই সেবা
ঢাকা রেলওয়ে স্টেশনের যে সকল প্রধান সমস্যা রয়েছে সে সকল সমস্যা মোকাবেলায় আমাদের স্কাউটসরা কাজ করে। ১. বিনা টিকিটধারী কাওকে স্টেশনে প্রবেশ করতে না দেয়া। ২. সাধারণ যাত্রীদের ট্রেনের সঠিক তথ্য প্রদান। ৩. ট্রেনের সঠিক স্থান চিহ্নিত করে দেয়া। ৪. নারী শিশু বৃদ্ধ দের সহযোগিতা করা। ৫. হুইলচেয়ার পরিবহন করা। ৬. প্রাথমিক প্রতিবিধান প্রদান দেওয়া। ৭. কিছু হারিয়ে গেলে খুঁজে দেওয়া। কিছু খুঁজে পেলে সঠিক মালিকের কাছে হস্তান্তর করার মাধ্যমে রেলওয়ে স্কাউটস রা ঢাকা রেলওয়ে স্টেশনে সেবা প্রদান করে থাকে।
উক্ত সেবার মাধ্যমে বিনা টিকিটধারী কাওকে স্টেশনে প্রবেশ করতে পারে না। ফলে ট্রেনে অযথা ভিড় কম হচ্ছে। সাধারণ যাত্রীরা ট্রেনের সঠিক তথ্য পাচ্ছে। নারী শিশু বৃদ্ধরা উপকৃত হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন রা হুইলচেয়ার প্রয়োজনে হুইল চেয়ার ব্যবহার করতে পারছে। প্রয়োজনে প্রাথমিক প্রতিবিধান গ্রহণ করা যাচ্ছে। হারানো এবং প্রাপ্তিতে যাত্রীরা দ্রুত সমাধান পাচ্ছে।