Workshop about Youth Engagement
মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান এই স্লোগানকে সামনে রেখে, যশোরের ঝিকরগাছায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক যুবদের জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, ডিআরও’র নির্বাহী পরিচালক মনিরা বেগম, জাগরণী সংসদের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।