Tree plantation
আমাদের মানব জীবনের একমাত্র পরম বন্ধু হল গাছ। যা আমাদের অক্সিজেন সরবরাহ করে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা না দেখিয়ে গাছ কেটে ফেলি। ফলে উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। এবং আমরা মানুষের জীবন হুমকির সম্মুখীন। পৃথিবী উষ্ণ হচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা বিশ্বকে নতুন জীবন দিতে পারি। আমরা আবার বিশ্বকে শীতল করতে পারি। আসুন একসাথে গাছ লাগাই।
আমি বেশ কিছু গাছের চারা নিই এবং সে বিভিন্ন জায়গায় রোপন করি। এবং সেসব যাতে অন্য ক্ষতি করতে না পারে সে ব্যাবস্থা পালন করি।
এই প্রকল্প পুরো বিশ্বকে প্রভাবিত করবে। বৃক্ষ হল পরিবেশ ও পৃথিবীর অন্যতম সেরা বন্ধু। এই গাছগুলি যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করবে তা অনেক লোককে উপকৃত করবে।
গাছ লাগাই পৃথিবীকে বাঁচায়। আমি চাই আমার চারপাশের সবাই আমার এই কর্মকাণ্ডে অনুপ্রাণিত হোক। আমি মনে করি সবাই পরিবেশ সম্পর্কে শিক্ষা পাবে।