Tree Plantation
মুজিব শতবর্ষ উপলক্ষে "মুজিব বর্ষে আহ্বান, বেশি করে গাছ লাগান" এ স্লোগান নিয়ে পূর্বাচল মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে "পূর্বাচল মুক্ত রোভার স্কাউট গ্রুপ" এবং "সলিমউদ্দিন চৌধুরী কলেজ রোভার স্কাউট গ্রুপ " এ দুটি দল সম্মিলিত অংশগ্রহণ করেন।