“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”
রক্তদান করবো, মানবিক মূল্যবোধ সৃস্টি করবো। এক ফোঁটা রক্ত, বাঁচাতে পারে একজন মানুষের জীবন। একজনের রক্ত অন্যর জীবন, এটাই তো মানবিকতা। একজন মৃত্যুর দারস্থ রোগিকে সামন্য সাহায্য করার ইচ্ছে থেকেই অনূপ্ররনা হিসাবে কাজ করে।
২৫০ শয্যা বিশিষ্ট যশোর সদর হাসপাতালে ভর্তি একজন সিজার রোগিকে আমি A+ রক্ত দান করি ।
রক্ত দান একটি মানবিক দান, যা সমাজের স্বাস্থ্য বান্ধব উন্নতির জন্য অত্যগত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তদান একটি মহৎ কাজ। রক্তদানের সাহায্যে আমি মানুষের পাশে দাঁড়াতে শিখেছি। মানুষের উপকারের মাঝে যে লুকিয়ে আছে সেটা বুঝতে পেরেছি।